উত্তরদিনাজপুর

পবনের হাত ধরে পেট্রোল সাইকেল ছুটে চলল বাইকের গতিতে

অদম্য ইচ্ছা শক্তি থাকলে মানুষ কি না করতে পারে। তাই অসম্ভব কাজকে সম্ভব করে দেখালো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে শহরের বিধাননগরের বাসিন্দা টেকনো ইন্ডিয়া স্কুলের ষষ্ঠ শ্রেনীর ছাত্র পবন শর্মা। তার পেট্রোল সাইকেল নিয়ে ছুটে চলেছে পবনের গতিতে। যখন চার পাশে ড্রোন, মিক্সি মেশিন, ছোট জেনারেটর  তৈরি করার পর এবার পেট্রোল সাইকেল তৈরি করে নজির গড়ল রায়গঞ্জের ষষ্ঠ শ্রেনীর ছাত্র পবন শর্মা। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে বিভোর এই পবন শর্মা, ছোট থেকেই মেশিনারি তৈরির নেশায় বুঁদ হয়ে থাকে। এরপর তার লক্ষ্য ইলেক্ট্রিক সাইকেল তৈরি করা। পবনের এই কর্মকান্ডে আর্থিক সহায়তায় সর্বদাই পাশে পেয়েছে কাকা গিরিধারি শর্মাকে।

একদিন গল্পের ছলে ক্লাসেরই এক সহপাঠী পবনকে বলেছিল পেট্রোল দিয়ে সাইকেল চালানো যায় কিনা ! পবন বন্ধুর সেই কথা মাথায় রেখে শুরু করে গুগলে সার্চ করা। পেয়ে যায় একটি মডেল। তারপর তার নিজের বাইসাইকেলে পালসারের ইঞ্জিন, পেট্রোল ট্যাঙ্ক, ডায়নামা, ডিশ ব্রেক ও অন্যান্য যন্ত্রপাতি লাগিয়ে ১৬ দিনের প্রচেষ্টায় তৈরি করে ফেলেছে পেট্রোল চালিত সাইকেল। খরচ পরেছে ১৮ হাজার টাকা। যা এখনও অনেক বাইসাইকেলের দামের চাইতে কম। এখন আর টিউশন পড়তে যেতে বা স্কুলে যেতে সাইকেলে প্যাডেল মারতে হয়না পবনকে। সেল্ফ স্টার্ট দিয়ে মোটর বাইকের মতো তার সাইকেলও চলছে প্রায় সমান গতিতে। আর তার এই পেট্রোল সাইকেলের মাইলেজও খারাপ নয়। এক লিটার পেট্রোলে পবনের সাইকেল এখন যায় ৮০ কিলোমিটার। আর পবনের এই আবিষ্কারে তারীফ করছে পাড়া প্রতিবেশী সকলেই। পবনের লক্ষ্য ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হওয়ার। নতুন নতুন আবিষ্কারের নেশায় মগ্ন থাকা ছোট্ট পবনের আগামী টার্গেট ইলেক্ট্রিকের সাইকেল তৈরি করা। বাড়ির উপরতলার একটি ঘরে চলছে তারই প্রস্তুতিও। 

এবিষয়ে ছোট্ট পবন জানায়, পড়াশুনা চালানোর পাশাপাশি বিভিন্ন রকম মেশিনারি জিনিস তৈরিও করবে সে। এরপর সে একটি ইলেক্ট্রিক সাইকেল তৈরি করবে। যদিও তার প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। ইঞ্জিনিয়ার হওয়ায় তার ভবিষ্যতের লক্ষ্য।

পবনের এই অদম্য ইচ্ছা শক্তি দেখে তার কাকা গিরিধারী শর্মা বলেন, ছোট থেকেই এই সমস্ত দিকে পবনের বেশ আগ্রহ তিনি দেখেছেন। যখন যা চাই তখনই তাকে এনে দেওয়া হয়। নগদ টাকা থেকে নানান সরঞ্জাম। কিন্তু এই ক্ষেত্রে যদি সরকারি বা বেসরকারি সাহায্য পাওয়া যেত তবে পবন আরও অনেক এগিয়ে যেত বলে তিনি মনে করেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/sMdXgP19kp8